ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।

বগুড়া: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।


 
কর্মসূচিতে বক্তব্য রাখেন-গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আব্দুর রশিদ, জেলা সমন্বয়ক দেওয়ান কবির হাসান, সদস্য দিলসাদ নাহিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাসের মূল্য সম্পূর্ণ অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে। দাম বৃদ্ধির পাঁয়তারা অব্যাহত রয়েছে। সরকারের এসব অযৌক্তিক সিদ্ধান্ত রুখে দিতে হবে।

জনগণের পকেট কেটে লুটপাট করতে দেওয়া হবে না বলেও বক্তারা হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।