ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
না’গঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় শারমিন আক্তার তিলকা (১৮) নামে প্রথম বর্ষের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মারোয়াদী গ্রামের বড় বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় শারমিন আক্তার তিলকা (১৮) নামে প্রথম বর্ষের এক ছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মারোয়াদী গ্রামের বড় বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত শারমিন আক্তার তিলকা গোপালদী গ্রামের আবু তাহেরের মেয়ে। তিনি গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের ছাত্রী ছিলেন।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।