ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে মেয়র প্রার্থীরা যেখানে ভোট দেবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
না.গঞ্জে মেয়র প্রার্থীরা যেখানে ভোট দেবেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দ্বিতীয় নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দ্বিতীয় নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সকাল ৮টায় নগরীর ১৩নং ওয়ার্ডের মাসদাইরের আদর্শ স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একই কেন্দ্রে সকাল ৯টার দিকে ভোট দেবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

অপরদিকে সকাল সাড়ে ৯টায় ১৬নং ওয়ার্ডের দেওভাগ শিশুবাগ এলাকায় ভোট দেবেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়া সকালে সাড়ে ৮টার দিকে ১২নং ওয়ার্ডের খানপুরের নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মুফতি মাসুম বিল্লাহ। সকাল সাড়ে ৮টার দিকে ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মিনার প্রতীকের মুফতি ইজহারুল হক ভোট দেবেন সরকারি তোলারাম কলেজ কেন্দ্রে।  

নাসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনীত প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সম্প্রতি এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী কামাল প্রধান ও কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের রাশেদ ফেরদৌস ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬ 
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।