ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চারঘাট সীমান্তে মাদকসহ ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
চারঘাট সীমান্তে মাদকসহ ব্যবসায়ী আটক

রাজশাহী চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে হোরোইন, ইয়াবা ও গাঁজাসহ অজিত কুমার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রাজশাহী: রাজশাহী চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে হোরোইন, ইয়াবা ও গাঁজাসহ অজিত কুমার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক অজিত চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের সগমাপদ চৌধুরী ছেলে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে বিজিবি-১ ব্যাটালিয়নের একটি টহল দল হাবিলদার রহিম মৃধার নেতৃত্বে উপজেলার মেরামতপুর গ্রামে এ অভিযান চালায়।

এ সময় ১০ গ্রাম হেরোইন, ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫০ গ্রাম গাঁজা ও ৭৮টি গাঁজার পুরিয়াসহ মাদক ব্যবসায়ী অজিতকে আটক করা হয়।

এ ব্যাপারে চারঘাট থানায় বুধবার দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সোহেল উদ্দিন পাঠান।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এসএস/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।