ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাত শ্রমিক নেতা আটক

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাত শ্রমিক নেতা আটক

কয়েকদিন ধরে টানা কর্মবিরতি ও শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার বিভিন্নস্থান থেকে সাত শ্রমিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে...

আশুলিয়া, সাভার (ঢাকা নর্থ ব্যুরো): কয়েকদিন ধরে টানা কর্মবিরতি ও শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার বিভিন্নস্থান থেকে সাত শ্রমিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিভিন্ন কারখানায় শ্রমিকদের উস্কানি দিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমন সন্দেহ থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন শ্রমিক সংগঠনের সাত শ্রমিক নেতাকে জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে।

তবে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।