ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়িতে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
সোনাইমুড়িতে যুবকের কারাদণ্ড

নোয়াখালীর সোনাইমুড়িতে বাবা ও পরিবারের অন্যদের মারধর করার দায়ে সোলেমান পিন্টু (৩৫) নামে এক যুবককে আট মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়িতে বাবা ও পরিবারের অন্যদের মারধর করার দায়ে সোলেমান পিন্টু (৩৫) নামে এক যুবককে আট মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ফয়সল এ আদেশ দেন।

পিন্টু উপজেলার সোনাপুর ইউনিয়নে কালিকাপুর গ্রামের ছিদ্দিক উল্যা ভূঁইয়ার ছেলে।

রবিউল ফয়সল বাংলানিউজকে বলেন, বিকেলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।