ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
কিশোরগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর নুরুল আলম (৪৭) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর নুরুল আলম (৪৭) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সুতারপাড়া ইউনিয়নের কাছে ধনু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুল আলম ঢাকা জেলার বাংলামোটর এলাকার বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের করমশি গ্রাম থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার করিমগঞ্জের চামড়া ঘাটে যাচ্ছিলো। ট্রলারটি এলংজুরী ইউনিয়নের কাটাখাল নদীতে পৌঁছালে ডাকাতরা ট্রলারটিতে হামলা চালায়। এ সময় ডাকাতের হামলায় নুরুল আলম আহত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হন।

স্থানীয়রা ২৩ ডিসেম্বর সকালে তার মরদেহ নদীতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।