ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে এডো বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বরিশালে এডো বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত বরিশালে এডো বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এডো বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল: বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে এডো বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক।


 
এডো সাইন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথি ছিলেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার অ্যালবার্ট রতন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জোরাগঞ্জ টেক্সাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মহিবুল ইসলাম, ঢাকা গারস্থ অর্থনীতি কলেজের সম্পদ বিভাগের অধ্যাপিকা নারগীস আক্তার জাহান, এডো বিজ্ঞান মেলার সাধারণ সম্পাদক শায়ন শাহরিয়ার।
 
দিনব্যাপী বিজ্ঞান মেলায় পদার্থ বিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াড বিজ্ঞান বক্তৃতা এবং প্রশ্ন-উত্তর পর্বে শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এমএস/এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।