ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় সিআইডির তদন্ত

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় সিআইডির তদন্ত ছবি: সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় সিআইডি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট-সিআইডির ক্রাইম সিন ইউনিট সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় প্রবেশ করেছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা...

ঢাকা: পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট-সিআইডির ক্রাইম সিন ইউনিট সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় প্রবেশ করেছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে রাজধানীর দক্ষিণখান আশকোনার সেই বাড়ির ভেতরে ঢুকেন তারা।

সেখানে সিআইডি সদস্যরা আলামত সংগ্রহ করবেন, এরপর উদ্ধার করা হবে কিশোর জঙ্গি আফিফ কাদেরী আরিফের (১৪) মরদেহ।

***আরও পড়ুন: ‘রিপল২৪’ অভিযানে নিহত ২, আত্মসমর্পণ ৪ জঙ্গির

এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) ‘রিপল২৪’ জঙ্গিবিরোধী অভিযানে দুইজন নিহত হন। যাদের একজন এই আফিফ, আর অন্যজন জঙ্গি সুমনের স্ত্রী; যার মরদেহ রাতেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
পিএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।