ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোয়াট-সিআইডি-বোম ডিসপোজালের সমন্বিত কাজ সূর্য বাড়িতে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
সোয়াট-সিআইডি-বোম ডিসপোজালের সমন্বিত কাজ সূর্য বাড়িতে ছবি: সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় সিআইডি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট-সিআইডির ক্রাইম সিন ইউনিটের পর এবার বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াট বাহিনী সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় প্রবেশ...

ঢাকা: পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট-সিআইডির ক্রাইম সিন ইউনিটের পর এবার বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াট বাহিনী সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় প্রবেশ করেছে। ইতোমধ্যে তারা নিজ নিজ বিভাগীয় কাজ শুরু করে দিয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের পর থেকে রাজধানীর দক্ষিণখান আশকোনার সেই বাড়ির ভেতরে তারা ঢুকতে থাকেন।

বোম ডিসপোজাল ইউনিটের ২৫ জন সদস্য ভেতরে ঢুকেছেন, যার নেতৃত্বে আছেন সিনিয়র এসি রহমতউল্লাহ।

সাত সদস্যের সোয়াটের নেতৃত্বে আছেন ডিসি প্রলয় কুমার জোয়ার্দার। এছাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটও রয়েছে ঘটনাস্থলে।

***আরও পড়ুন: ‘রিপল২৪’ অভিযানে নিহত ২, আত্মসমর্পণ ৪ জঙ্গির
***সূর্য বাড়ির জঙ্গি আস্তানায় সিআইডির তদন্ত

ওই ঘরের ভেতরে (আস্তানা) সিআইডি সদস্যরা আলামত সংগ্রহ করবেন, বোম বা বিস্ফোরক থাকলে তা উদ্ধার করবেন বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা। এরপর উদ্ধার করা হবে কিশোর জঙ্গি আফিফ কাদেরী আরিফের (১৪) মরদেহ।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
পিএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।