ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে আগুনে ৫ ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
নোয়াখালীতে আগুনে ৫ ঘর পুড়ে ছাই

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে ইউনিয়নের ধর্মপুর গ্রামের চৌধুরী মৌলভী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে ইউনিয়নের ধর্মপুর গ্রামের চৌধুরী মৌলভী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে নেয়াজপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইব্রাহিম আহম্মদ সবুজ জানান, রাতে হেদায়েত উল্লাহ হেদু মিয়ার বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মূহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে তার একটি বসতঘর, একটি রান্না ঘর, বাবরের একটি বসতঘর, স্বপনের একটিসহ পাঁচটি বসতঘর পুড়ে যায়। এতে ঘরগুলোতে থাকা মূল্যবান পণ্যসহ কমপক্ষে নয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে।

ক্ষতিগ্রস্ত ঘরগুলো থেকে অন্তত ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।