ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় শুভ বড়দিন উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বরগুনায় শুভ বড়দিন উদযাপিত

বরগুনার বেতাগীতে আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদ‍ায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে।

বরগুনা: বরগুনার বেতাগীতে আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদ‍ায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে রোববার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে গীর্জা, বাড়ি-ঘরে সাজগোজ, আলোক সজ্জা, বড়দিনের গান, কেক তৈরি, বিশেষ খাবার ও কীত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে গীর্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। ফাদার অসীম গণ সানভেলছের পরিচলানায় প্রার্থনায় এসময় দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

খ্রিস্টান পল্লীর বাড়িগুলোতে স্থান পায় বড়দিন পালনের অনুসঙ্গ ক্রিসমাস ট্রি ও গোশালা।

খ্রিস্টান সম্প্রদায়ের নেতা স্বপন গোমেজ বাংলানিউজকে জানিয়েছেন, এ এলাকায় নির্বিঘ্নে সুষ্ঠু পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।