ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেছারাবাদে ৬ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
নেছারাবাদে ৬ ডাকাত আটক

পিরোজপুরের নেছরাবাদ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের লক্ষণকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পিরোজপুর: পিরোজপুরের নেছরাবাদ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের লক্ষণকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন- বরিশালের বিমানবন্দর থানার লাফাদি গ্রামের খাইরুল ইসলাম (২২), বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা গ্রামের আব্দুল জব্বার (৪৪), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আলামিন (৩২), বরিশালের কাউনিয়া পলাশপুর এলাকার মেহেদী হাসান (২২), বরিশালের রবীন্দ্রপুর গ্রামের মো. জনি (২২) ও ঝালকাঠি জেলার কামরুল ইসলাম (২৮)।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার দিনগত রাতে জলাবাড়ি ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ওই ছয় ডাকাত। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি ও গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।