ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হঠাৎ বৃষ্টিতে শীতের দাপট মৌলভীবাজারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
হঠাৎ বৃষ্টিতে শীতের দাপট মৌলভীবাজারে

জেলার বিভিন্ন জায়গায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিতে শীতের দাপট বেড়েছে মৌলভীবাজারে। সঙ্গে বইছে ঠাণ্ডা হাওয়া।

মৌলভীবাজার: জেলার বিভিন্ন জায়গায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিতে শীতের দাপট বেড়েছে মৌলভীবাজারে। সঙ্গে বইছে ঠাণ্ডা হাওয়া।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বৃষ্টি শুরু হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে।

এদিকে বৃষ্টিপাতে শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে আবহাওয়া অধিদফতর বলছে, এই বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

জেলার বিভিন্ন এলাকায় ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে। বৃষ্টির প্রভাবে শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, জানায় অধিদফতর।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।