ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আমিনুর রহমান (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আমিনুর রহমান (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী দীঘিরহাট এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আমিনুর। নিহত আমিনুর রহমান উপজেলার সিঙ্গিমারী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীঘিরহাট বাজারের কাছে মহাসড়ক পার হচ্ছিলেন আমিনুর। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আমিনুরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিতে তিনি মারা যান। স্থানীয় জনতা মোটরসাইকেলটি আটক করলেও আরোহী পালিয়ে যায়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।