ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে নকল নবিসদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
বাগেরহাটে নকল নবিসদের অবস্থান কর্মসূচি

চাকরি স্থায়ীকরণের দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে নকল নবিসরা (দলিল লেখক)।

বাগেরহাট: চাকরি স্থায়ীকরণের দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছে নকল নবিসরা (দলিল লেখক)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখা।

অবস্থান কর্মসূচি চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি তপন কুমার দাস, সহ সভাপতি আব্দুল বারী, মেহফুজুর রহমান, লুবনা খাতুন প্রমুখ।

বক্তারা অবিলম্বে নকল নবিসদের চাকরি স্থায়ীকরণের জন্য সরকারের প্রতি আবেদন জানান। দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।