ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রথম জেলা পরিষদ নির্বাচন ' অবাধ-সুষ্ঠু' হবে আশা ইসি সচিবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
প্রথম জেলা পরিষদ নির্বাচন ' অবাধ-সুষ্ঠু' হবে আশা ইসি সচিবের নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ আব্দুল্লাহ।

ঢাকা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে শেরে-বাংলা নগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই এ নির্বাচন অবাধ-নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে নির্বাচনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টিতে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, নির্বাচনের গোপনীয়তা রক্ষার্থে ভোটাররা মোবাইল ফোন, ঘড়ি অর্থাৎ স্ক্যান করা যায় এমন কোনো ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ভোট কক্ষের গোপনীয়তা যাতে বজায় থাকে আমরা তার জন্য এ ব্যবস্থা নিয়েছি।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে নির্বাচনী মালামাল পৌঁছে দেওয়া হয়েছে। ভোটারের সংখ্যা কম হওয়ায় রাতে মালামাল কেন্দ্রে দেওয়া হবে না। সকাল ৭টার মধ্যে কেন্দ্রে চলে যাবে। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে পারবো।

সচিব আরও বলেন, ৬১টি জেলায় মোট কেন্দ্র ৯১৫টি। প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজেস্ট্রেট থাকবে। এছাড়া র‌্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে। জনপ্রতিনিধিরা ভোট দেওয়ার কারণে ভেতরের নিরাপত্তাই বেশি জোরদার করা হচ্ছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা,ডিসেম্বর ২৭,২০১৬
এমসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।