ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে তিন মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
না'গঞ্জে তিন মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নূরে আলম, আবু বক্কর সিদ্দিক ও মজনু মিয়া।
ওসি কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এসআই কাজী এনামুল, এএসআই কামরুল হাসানসহ ফোর্স নিয়ে মাসদাইর এলাকায় চৌধুরী কমপ্লেক্সের উত্তর পাশে একটি ঘরে অভিযান চালিয়ে তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে ইউএনও তাসনিম জেরিন বিনতে শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে দুই মাস করে কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।