ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোটারের ম‌র্জির ওপর ভোট শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ভোটারের ম‌র্জির ওপর ভোট শুরু আগারগাঁও তালতলা সরকা‌রি ক‌লোনি উচ্চ বিদ্যালয় কে‌ন্দ্রে ভোটারদের অপেক্ষায় নির্বাচনী কর্মকর্তারা-ছবি: দীপু মালাকার

সারা দেশে জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও কাউ‌ন্সিলর নির্বাচ‌নের ভোটগ্রহণ শুরু হ‌য়েছে। বুধবার (২৮ ডি‌সেম্বর) সকাল ৮টা থেকে সারা দেশের সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হ‌য়।

ঢাকা: সারা দেশে জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও কাউ‌ন্সিলর নির্বাচ‌নের ভোটগ্রহণ শুরু হ‌য়েছে। বুধবার (২৮ ডি‌সেম্বর) সকাল ৮টা থেকে সারা দেশের সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হ‌য়।

তবে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে সকাল ৯টাতেও ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। আগারগাঁও তালতলা সরকা‌রি ক‌লোনি উচ্চ বিদ্যালয় ও ম‌হিলা ক‌লেজ কে‌ন্দ্রে স‌রেজ‌মি‌নে ঘু‌রে দেখা যায় ভোটা‌রের উপ‌স্থি‌তি না থাক‌লেও আ‌ছে প্রার্থী‌দের এ‌জেন্ট ও সমর্থকরা।

আইন-শৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা সকাল থে‌কেই কেন্দ্রে অবস্থান নি‌য়ে‌ছেন।
‌ব্যালট বাক্স, কা‌লিসহ ভোটের সরঞ্জামাদি নি‌য়ে অ‌পেক্ষায় আ‌ছেন প্রিজাই‌ডিং অ‌ফিসার ও পো‌লিং এজেন্টরা।

আগারগাঁও তালতলা সরকা‌রি কলোনি উচ্চ বিদ্যালয় ও ম‌হিলা ক‌লেজ কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার মো. মঈনুল হো‌সেন বাংলা‌নিউজ‌কে জানান, আমার এই কে‌ন্দ্রে ৩২ জন ভোটার। কে‌ন্দ্রে ম‌হিলা ও পুরুষ‌দের জন্য পৃথক বুথ রয়েছে। সব প্রস্তু‌তি নি‌য়ে রে‌খে‌ছি, ভোটাররা আস‌লেই শুরু হ‌বে ভোটগ্রহণ।

ঢাকা জেলা প‌রিষ‌দ নির্বাচনে মোট ১৫টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার ১১৭৬ জন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডি‌সেম্বর ২৮, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।