এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, খাদ্য ঘাটতিসহ দেশের সার্বিক উন্নয়ন এ সরকারের আমলে হয়েছে। রংপুর বিভাগে এখন আর মঙ্গা নেই।
এছাড়া, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান, একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি উপর বিস্তারিত বক্তব্য রাখেন।
ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন-বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, রুবিনা আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবেদা গুলশান, সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪,২০১৭
বিএসকে/আরএ