এ সময় সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনাও দখলমুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে উচ্ছেদ অভিযান শুরু করেন সিটি করপোরেশনের কর্মীরা।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বাংলানিউজকে বলেন, অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ডে মহানগরীর সড়কগুলো ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। এজন্য অভিযান চালানো হয়। তবে সিটি করপোরেশনের ট্যাক্স আদায় করে এমন প্রতিষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডগুলো রাখা হয়েছে।
এছাড়া সিটি করপোরেশনের কর্মীরা অভিযান পরিচালনার সময় রাস্তার দুই পাশের কিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেছেন। বছরের প্রথমে গৌরহাঙ্গা, লক্ষ্মীপুর ও সিএনবির মোড় এলাকায় অভিযান চালানো হয়েছে।
নগর এলাকার সৌন্দর্যরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাসিকের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসএস/জিপি/জেডএস