নওগাঁ: জেলার উন্নয়ন ও সাফল্য জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. আমিনূর রহমান।
এতে বক্তব্য রাখেন- নওগাঁর পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অল রশিদ, নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম সামদানি, জেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন।
এছাড়াও বক্তব্য রাখেন- নওগাঁ জেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সহ-সভাপতি বিশ্বনাথ দাস, এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট শেখ আনোয়ার হোসেন, নবির উদ্দিন, ফরিদুল করিম, হাফিজুর রহমান, আজাদ হোসেন মুরাদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন, শফিক ছোটন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক ড. আমিনূর রহমান নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন স্থানে সরকারি ভাবে গৃহীত উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন। একই সঙ্গে জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও উন্নয়ন কর্মকাণ্ড সমূহের সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও গতিশীল হওয়ার আহ্বান জানান।
সভায় নওগাঁ জেলা শহরে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এজি