ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই

সাবেক আইসিটি মন্ত্রী, কূটনীতিক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা ফারুক মোহাম্মদ (৭৪) আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)।

বুধবার (০৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪২ সালের ২১ মার্চ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোস্তফা ফারুক মোহাম্মদ। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্যদিয়ে পেশাগত জীবন শুরু করেন তিনি। ১৯৬৮ সালে তিনি জাপানে পাকিস্তান দূতাবাসে নিয়োগ পান। ১৯৭০ সালে পদোন্নতি পেয়ে দ্বিতীয় সচিব হন।

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইন্দোনেশিয়া সরকার বাংলাদেশকে স্বীকৃতি দিলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তিনি সেখানে বাংলাদেশ দূতাবাস স্থাপন করেন। ১৯৭৩ সালে তিনি দেশে ফিরে আসেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালকের দায়িত্ব পান।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর আইসিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

সাবেক আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার শোক বাণীতে বলেছেন, তার (মোস্তফা ফারুক) মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও কূটনীতিককে হারালো।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ০৫ জানুয়ারি, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।