ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ডাকাত দলের ছোড়া বোমায় কৃষক নিহত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
চুয়াডাঙ্গায় ডাকাত দলের ছোড়া বোমায় কৃষক নিহত 

চুয়াযাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ডাকাত দলের ছোড়া বোমায় নাসির উদ্দীন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছেন লিটন নামে আরেক ব্যক্তি। 

বুধবার (০৪ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে কুলপালা গ্রামের বিলপাড়ায় ডাকাতির চেষ্টার সময় এ ঘটনা ঘটে।  
নিহত নাসির উদ্দীন কৃষক বলে জানা গেছে।

তিনি কুলপালা গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিনগত রাত ১টার দিকে কৃষক নাসির উদ্দীনের বাড়ির পেছনে ৮/১০ জনের একটি ডাকাত দল অবস্থান করছিলো। এ সময় নাসির উদ্দীনের পরিবারের সদস্যরা চিৎকার করলে ডাকাতরা বাড়ির ভেতরে প্রবেশ করে একটি বোমা ছুড়ে। এতে গৃহকর্তা নাসির উদ্দীন গুরুতর আহত হন।  

এ সময় প্রতিবেশীরা প্রতিহতের চেষ্টা করলে ডাকাতরা আরেকটি বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে লিটন নামে আরেকজন আহত হন।  

পরে গ্রামবাসী বোমায় আহত নাসির উদ্দীন ও লিটনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দীনকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার পর পরই পুলিশের বেশ কয়েকটি ইউনিট কুলপালাসহ আশপাশের গ্রামগুলোতে অভিযান শুরু করলেও ডাকাত দলের কোনো সদস্যকে আটক করতে পারেনি।  

এদিকে, বোমা হামলার খবর পেয়ে রাতেই ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ বেলায়েত হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।