ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শপথ নিলেন মেয়র আইভীসহ নাসিকের কাউন্সিলররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
শপথ নিলেন মেয়র আইভীসহ নাসিকের কাউন্সিলররা মেয়র আইভীকে শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি সংগৃহীত)

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পড়ান। কাউন্সিলরদের শপথে ছিলেন ৯ নারীসহ ৩৬ জন।

আগামী ৫ বছর নারায়ণগঞ্জের জনগণের সেবা করতে শপথ নেন তারা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার সচিব আবদুল মালেক।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
 
গত ২২ ডিসেম্বর নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশন নাম-ঠিকানাসহ নবনির্বাচিতদের গেজেট প্রকাশ করে।
 
নৌকা প্রতীক নিয়ে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন আইভী।
 
নির্বাচনে আইভী পান ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট অন্যদিকে সাখাওয়াত ৯৬ হাজার ৪৪।
 
এবার নিয়ে পরপর দুবার মেয়র নির্বাচিত হলেন আইভী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হওয়ার আগে আইভী পৌর সভারও চেয়ারম্যান ছিলেন। আইভীর বাবা আলী আহমেদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭/আপডেট ১৫৪৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।