বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অত্যাধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনের সময় মেয়র একথা বলেন।
মেয়র বলেন, যেসব মার্কেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, সেগুলোতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান পপি, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী, প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এমকে কমোডর বখতিয়ার প্রমুখ।
মুক্তাঙ্গন পাবলিক টয়লেটে নারী-পুরুষ উভয়ের জন্য তিন করে টয়লেট থাকছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রয়েছে আলাদা টয়লেট।
টয়েলেটের জন্য খরচ ৫ টাকা, গোসল ১০ টাকা, পানি খাওয়ার গ্লাস ১ টাকা, লকার সুবিধার জন্য দিতে হবে ৫ টাকা। অর্থাৎ, কেউ প্রয়োজনীয় জিনিসপত্র লকারে রাখলে তার জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। টয়লেটের আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায়।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসএম/এএ