ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
রাঙ্গামাটিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত রাঙ্গামাটিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত-ছবি: বাংলানিউজ

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় মারি স্টেডিয়ামে এ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোয়াজ্জম হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেট, ভলিবলসহ অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

২ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী শুরু হওয়া শীতকালীন এ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।