ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আসছেন জাতিসংঘ প্রতিনিধিরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আসছেন জাতিসংঘ প্রতিনিধিরা জাতিসংঘের লোগো ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

ঢাকা: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে আগামী সপ্তাহের প্রথম দিকে আসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি প্রতিনিধি দল। তিন দিনের সফরে ৩-৫ সদস্যের প্রতিনিধি দলটি সরেজমিনে বৈধ ও অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণ করবে। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।  

সূত্র বলছে, রাখাইন রাজ্যের মংডু জেলার সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার সুযোগ দিতে মায়ামারের কাছে বারবার আবেদন জানিয়ে আসছে জাতিসংঘ ও অন্যান্য পর্যবেক্ষক সংস্থা।

তবে এতে ইতিবাচক সাড়া দেয়নি দেশটি। এ কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে পুরো বিষয়টির ধারণা পেতে চায় জাতিসংঘ।  

এ লক্ষ্যেই মানবাধিকার বিষয়ক প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরের আগ্রহ দেখায়, এতে রাজি হয়ে যায় ঢাকাও। সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সংলগ্ন জেলাগুলো এবং রোহিঙ্গা অধ্যুষিত ক্যাম্পগুলো পরিদর্শন করবে।

এর আগে, গত মাসে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গাদের মানবেতর অবস্থার কথা স্বীকার করলেও মূল সমস্যা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে এ বিষয়ে আরও সংবেদনশীল হতে নাইপিদোর প্রতি আহ্বান জানান রেতনো।  

এদিকে, রোহিঙ্গা ইস্যুতে বৈঠক করতে ঢাকা আসছেন মায়ানমারের স্টেট কাউন্সেলর (কার্যত সরকারপ্রধান) ও ক্ষমতাসীন দল এনএলডি’র প্রধান অং সান সুচির একজন বিশেষ দূত। চলতি মাসেই তার বাংলাদেশ সফরের কথা জানিয়েছে নাইপিদো।

কূটনৈতিক সূত্র বলছে, দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চাইছে বাংলাদেশ। তারই প্রক্রিয়া হিসেবে হতে যাচ্ছে বিশেষ দূতের এ সফর।

কয়েকদিন আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাখাইন রাজ্যে দমন-নিপীড়নের জেরে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগ থেকেই অবৈধভাবে এদেশে অবস্থান করছে প্রায় ৩ লাখ রোহিঙ্গা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।