পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে প্রাইভেটকারে করে পলাশবাড়ী হয়ে ঢাকা যাচ্ছিলেন তুরিন আফরোজ। পথে দক্ষিণ বগুড়া বাসস্ট্যান্ডের কাছে দুই কিশোর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তুরিন আফরোজের গাড়িকে ধাক্কা দেয়।
ওসি আরো জানান, রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া প্রাইভেটকারে ধাক্কা দেওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
আটক রানা ইসলাম উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জয়পুরপাড়ার মো. মুকুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, রানা সবেমাত্র মোটরসাইকেল চালানো শিখেছে। ছোট রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই সে প্রাইভেটকারে ধাক্কা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এসআই