প্রতি বছর বিশ্ব অর্থনীতির ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ক্ষতি হয় তামাকজাত পণ্যের ব্যবহারে। যার পুরোটাই ক্ষতি!
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং বিশ্ব সংস্থার এক যৌথ গবেষণার পর এমনটাই জানানো হয়েছে।
সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়, তামাক থেকে যে পরিমাণ কর আহরিত হয় ধুমপানের এই ক্ষতি তাকেও ছাড়িয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, ২০১৩-১৪ অর্থবছরে তামাকজাত পণ্যের কর থেকে আয় ছিল ২৬৯ বিলিয়ন বা ২৬ হাজার ৯০০ কোটি ডলার।
স্বাস্থ্যসেবায় অতিরিক্ত ব্যয় এবং উৎপাদনশীলতা নষ্ট হওয়ার কারণে এই ক্ষতি হয় বলে জানানো হয়েছে গবেষণায়।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ধুমপানের কারণে অকাল মৃত্যুতে পড়েছেন ৬০ লাখ মানুষ। যা ২০৩০ সালের মধ্যে ৮০ লাখে পৌঁছাবে। এই মৃত্যুর ৮০ শতাংশই ঘটে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। বাংলাদেশও যার একটি অংশ।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আইএ