ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতি বছর ধুমপানে ক্ষতি ১ লাখ কোটি ডলার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
প্রতি বছর ধুমপানে ক্ষতি ১ লাখ কোটি ডলার

ঢাকা: সারাবিশ্বে ধুমপানজনিত কারণে দিন দিন বাড়ছে ক্ষতির সংখ্যা। অর্থ, স্বাস্থ থেকে শুরু করে তামাকজাত এই পণ্যে ঝুঁকি নানামাত্রিক।

প্রতি বছর বিশ্ব অর্থনীতির ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ক্ষতি হয় তামাকজাত পণ্যের ব্যবহারে। যার পুরোটাই ক্ষতি!

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং বিশ্ব সংস্থার এক যৌথ গবেষণার পর এমনটাই জানানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনে আরও বলা হয়, তামাক থেকে যে পরিমাণ কর আহরিত হয় ধুমপানের এই ক্ষতি তাকেও ছাড়িয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, ২০১৩-১৪ অর্থবছরে তামাকজাত পণ্যের কর থেকে আয় ছিল ২৬৯ বিলিয়ন বা ২৬ হাজার ৯০০ কোটি ডলার।

স্বাস্থ্যসেবায় অতিরিক্ত ব্যয় এবং উৎপাদনশীলতা নষ্ট হওয়ার কারণে এই ক্ষতি হয় বলে জানানো হয়েছে গবেষণায়।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ধুমপানের কারণে অকাল মৃত্যুতে পড়েছেন ৬০ লাখ মানুষ। যা ২০৩০ সালের মধ্যে ৮০ লাখে পৌঁছাবে। এই মৃত্যুর ৮০ শতাংশই ঘটে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। বাংলাদেশও যার একটি অংশ।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।