ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘পুলিশের অপরাধ সহ্য করা হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
‘পুলিশের অপরাধ সহ্য করা হবে না’ এসএমপি সদর দফতরে সংবাদ সম্মেলন

সিলেট: পুলিশের অপরাধ সহ্য করা হবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের নবাগত কমিশনার গোলাম কিবরিয়া।  

সম্প্রতি সিলেটে মাঠ পুলিশ অপরাধে জড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধ প্রবণতায় যেসব পুলিশ জড়াবে, তাদের শাস্তিমূলক বদলি নয়, বিভাগীয় ব্যবস্থা নিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হবে।  

দু’চারজন পুলিশের জন্য যেন পুরো পুলিশ বিভাগ কলুষিত না হয়, সেজন্য পুলিশের অপরাধ নিরসনে শতভাগ চেষ্টা করে যাবেন পুলিশের নবাগত এ কমিশনার।

 

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে এসএমপি সদর দফতরে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।  

মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ দূর করার চেষ্টা করে যাবেন জানিয়ে এজন্য সর্বাগ্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।  

এছাড়া সিলেট মহানগর এলাকার পরিবেশ রক্ষায় যা যা করণীয় তা করে যাবেন তিনি।  

মত বিনিময় সভার শুরুতে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের জনসংখ্যা সাড়ে ৭ কোটি থেকে এখন ষোল কোটিতে। জনসংখ্যার আধিক্যের হারে পুলিশের জনবলও বাড়ছে।  

তদ্রুপ সময়ের বিবর্তনে এখন প্রিন্ট মিডিয়া থেকে অনলাইন গুরুত্ব বাড়ছে। সিলেটে আসার খবর একটি জনপ্রিয় অনলাইনে ঢাকায় বসে পড়তে পেরেছেন বলেও জানান তিনি।  

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (সদর-প্রশাসন) রেজাউল করিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন, উপ কমিশনার (উত্তর) বাসুদেব বণিক, উপ কমিশনার (দক্ষিণ) ফয়ছল মাহমুদ, উপ পুলিশ কমিশার (ট্রাফিক) তোফায়েল আহমেদ, উপ কমিশনার (ডিবি) সারোয়ার মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ ব্যানার্জি ও অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ ও মিডিয়া) জেদান আল মুছা প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।