বুধবার (১১ জানুয়ারি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে নির্দেশ দিয়েছে ইসি।
নির্দেশনায় বলা হয়, আগামী ২২ জানুয়ারি (রোববার) কমিশন নতুন ভবনে অফিস করার সিদ্ধান্ত নিয়েছে।
২০০৭ সালে পশ্চিম আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের পাশে নিজস্ব ভবন নির্মাণের জন্য দুই একর ৩৬ শতাংশ জমি নির্বাচন কমিশনকে বরাদ্দ দেয় গৃহায়ন ও গণপূর্ণ মন্ত্রণালয়। ২শ’ ১৩ কোটি তিন লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণের কাজ ২০১১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পূর্বের কিছু স্থাপনা সরাতে দেরি হওয়ায় ভবনটির কাজ শুরু হয় ২০১২ সালে।
ইলেকশন রিসোর্স সেন্টার (ইআরসি) নামে ইসির নিজস্ব ভবনটির দু’টি অংশ রয়েছে। যার একটি অংশ হচ্ছে ১২তলা বিশিষ্ট ইটিআই (নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট) ভবন। অন্যটি হচ্ছে ১১তলা বিশিষ্ট বাংলাদেশ নির্বাচন কমিশন-বিইসি ভবন।
বিইসি ভবন নির্মাণের মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। কিন্তু বর্তমান কমিশন তার মেয়াদেই নতুন ভবনে অফিস করবে বিধায় শেষ দিকে তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
ইইউডি/জিপি/আরআই