ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৩৫ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বরগুনায় ৩৫ মণ জাটকা জব্দ বরগুনায় ৩৫ মণ জাটকা জব্দ

বরগুনা: বরগুনা সদর উপজেলার দশ নম্বর নলটোনা ইউনিয়নের ছোনবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাটকাগুলো জব্দ করা হয়।

পাথরঘাটা কোস্টগার্ডের গোয়েন্দা শাখার প্রধান আব্দুল্লাহ আল হীরা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ছোনবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকাসহ ট্রলারটি আটক করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মাছগুলো দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।