ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকচর সীমান্তে ৪২ লাখ টাকার হেরোইন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বকচর সীমান্তে ৪২ লাখ টাকার হেরোইন উদ্ধার বিজিবি-১ সদস্যদের উদ্ধার করা হেরোইন

রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত এলাকা অভিযান চালিয়ে ৪২ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ব্যাটালিয়নের বকচর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। পরে বিকেলে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকচর বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহিদ হোসেন ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। এ সময় বকচর পদ্মারপাড় থেকে দুই কেজি ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ৪২ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া হেরোইনগুলো ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে পরে তা জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবি-১ ব্যাটালিয়নের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।