শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা।
অনুষ্ঠানে দীপংকর বলেন, পার্বত্যঞ্চলে কোনো মিল-কারখানা নেই। তাই এ অঞ্চলে দিনদিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এ বেকার সমস্যা দূর করতে পারে উদ্ভাবনী শাক্তি।
এছাড়া তরুণ সমাজকে যদি প্রযুক্তি খাতে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ একটি শক্তিশালী দেশে পরিণত হবে, বলেন দীপংকর।
এবারের মেলায় সরকারি-বেসরকারি ৪৬টি স্টল অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজি