ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্র‌তিবন্ধীদের কল্যাণে এ‌গিয়ে আসতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
প্র‌তিবন্ধীদের কল্যাণে এ‌গিয়ে আসতে হবে প্র‌তিবন্ধীদের কল্যাণে এ‌গিয়ে আসতে হবে-শিল্পমন্ত্রী-ছবি: বাংলানিউজ

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রতিবন্ধীরা দেশের সম্পদ। স্কুলে শিক্ষাগ্রহণ করে তারা দেশের উন্নয়নে অংশীদা‌রিত্ব রাখবে। দেশে‌ প্র‌তিবন্ধীর সংখ্যা কম নয়। তাদের কল্যাণে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল নগরের ভা‌টিখানায় সৈয়দ ওবায়দুল্লাহ সাজু প্রতিবন্ধী স্কুল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- প্র‌তিবন্ধী স্কুল ও পুনর্বাসন সোসাইটির চেয়ারম্যান সানজিদা আক্তার।

এসময় বরগুনা সদরের কুমারখালী এলাকার মোসা. আমেনা বেগম প্র‌তিবন্ধী স্কুলেরও উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।