শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে নিহতের মরদেহ তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্যম সুলতানপুর গ্রামে পৌঁছার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে লিয়াকতের মরদেহ বিমানের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছায়।
পরে শুক্রবার সকালে লিয়াকত আলীর মরদেহ নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্যম সুলতানপুর গ্রামে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
৭ জানুয়ারি (শনিবার) বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানবার্গের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন লিয়াকত আলী। সংসারে সচ্ছলতা আনতে সৌদি, দুবাই প্রবাস জীবন কাটিয়ে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে লিয়াকত আলী দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএ