ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রেষ্ঠ ওসি হলেন কামরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
শ্রেষ্ঠ ওসি হলেন কামরুল সার্টিফিকেট তুলে দেয়া হচ্ছে পুরস্কৃতদের হাতে- ছবি: অনিক খান

ময়মনসিংহ: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট পেয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম তার হাতে এ সার্টিফিকেট তুলে দেন।

ওসি কামরুল ইসলাম গত বছরের ডিসেম্বর মাসে ১৭টি গ্রেফতারি পরোয়ানাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়ে এ পুরস্কার পেয়েছেন।

একইভাবে কোতোয়ালী মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আমিনকেও এ পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও অন্যান্য পুরস্কৃতরা হলেন- কোতয়ালী মডেল থানার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এস আই) মো. হাফিজুর রহমান, কোতয়ালী মডেল থানার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান, মুক্তাগাছা থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির, জেলা গোয়েন্দা শাখার শ্রেষ্ঠ ওয়ারেন্ট মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ও কোতয়ালী মডেল থানার ৩ নম্বর বোররচর ইউনিয়ন চৌকিদার মো. আক্কাস আলী।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এমএএএম/এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।