ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২ বছরে পাল্টে যাবে কুয়াকাটার দৃশ্যপট

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
২ বছরে পাল্টে যাবে কুয়াকাটার দৃশ্যপট ২ বছরে পাল্টে যাবে কুয়াকাটার দৃশ্যপট বলেছেন অর্থমন্ত্রী। ছবি: বাদল

কুয়াকাটা থেকে: সমুদ্র সৈকত কুয়াকাটাকে রক্ষা ও বিশ্বের কাছে আকর্ষণীয় করে গড়ে তুলতে জনসম্পৃক্ত মাস্টার প্ল্যান তৈরির আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সমুদ্র সৈকত কুয়াকাটায় তিনদিনব্যাপী বিচ কার্নিভাল’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
 
কুয়াকাটা সমুদ্র সৈকত ও পায়রা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবিষ্কার উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটাকে (কুয়াকাটা) দেশ জাতির কাছে পরিচিত করার সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রীর।


 
কুয়াকাটাকে আকর্ষণীয় করতে পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, শুধু শুধু কার্নিভাল করে নয়, সঙ্গে সঙ্গে কিভাবে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া যায় সেটাই আগে করতে হবে। কক্সবাজারের মতো এখানে এখনও ভিড় হয়নি। এখনই মাস্টার প্ল্যানে হাত দেন, তাহলে খুব ভালো হবে। কারণ কক্সবাজারে নতুন একটা মাস্টার প্ল্যান করা খুবই কষ্টকর। ভাঙ্গাভাঙ্গি করতে হয়, খরচ করতে হয়। এখানে কাজটা সহজ হবে বলে আমার মনে হয়।
 
স্থানীয় সরকার সরচিব আব্দুল মালেকের উপস্থিতিতে অর্থমন্ত্রী বলেন, আমি স্থানীয় সরকার মন্ত্রণায়কে বলবো তারা যেন মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। মাস্টার প্ল্যান হওয়া অত্যন্ত ভালো…।
 
মাস্টার প্ল্যান শুরু করার আগে কুয়াকাটায় বরিশাল এবং পটুয়াখালীর লোকজনদের ডেকে তাদের মতামত নিতে সেমিনারের আয়োজন করার আহ্বান জানান মন্ত্রী। তবে কাজটি তাড়াতাড়ি শুরু করতে হবে বলেও মত দেন মুহিত।
 
কুয়াকাটার উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা জরুরি মন্তব্য করে মন্ত্রী বলেন, উন্নয়ন কিছু করতে গেলে সেখানে মালপত্র, নির্মাণ সামগ্র্রী নিয়ে যেতে হয়। যাতে এখানে লোকজন খুব সহজে আসতে পারে। এরকম অন্যান্য জায়গাতেও একই অবস্থা…।  
 
সড়ক, নদী ও রেলপথেও সে যোগাযোগ হতে পারে জানিয়ে মুহিত বলেন, এখানে রেলপথ করা বেশ মুশকিল। একটি মাত্র জেলা যেখানে রেলপথ নেই। তবে এ দুর্দশা বোধ হয় বেশি দিন থাকছে না। অতিদ্রুত আমরা রেলপথ পেতে যাচ্ছি।
 
আগামী দুই বছরে কুয়াকাটার জন্য কাজ করার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের সরকার আর দু’বছর থাকছে। দু’টি বছরের মধ্যে এ মেয়াদে যে অঙ্গীকার পূরণে কাজ করে যাচ্ছি। এ মেয়াদে কুয়াকাটাকে একটা আকর্ষণীয় স্থান হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য করা এবং সারা বিশ্বের কাছে তুলে ধরা আমাদের একটা উদ্দেশ্য রয়েছে। সে দিক দিয়ে কুয়াকাটার জন্য কী করা হবে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করা হবে।
 
তিনি বলেন, আগামী দু’বছরে আমাদের বিচে অন্য একটি চিত্র দেখতে পারবো। দেখেতে পাব এখানে আসাটা অনেক সহজ হয়ে গেছে। দেখতে পাবো ব্যক্তি মালিকানার খাত বিশেষ করে নির্মাণ কাজে অনেক অগ্রগতি হবে। সেই ভবিষ্যতের স্বপ্ন আমি দেখছি। আমি শুধু দেখছি না, আমি সেটা উপভোগ করতেও পারবো।
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, গত তিন বছর ধরে আমরা কুয়াকাটায় ওয়াচ টাওয়ার নির্মাণের চেষ্টা করছি। কিন্তু সাগরের ভাঙন এবং উচ্চ আদালতে রিটের কারণে হয়নি। তারপরও ভাঙন ঠেকাতে বেড়িবাঁধ করার চেষ্টা চলছে।
 
তিনি বলেন, কুয়াকাটা বিশ্বের দরবারে পরিচিত করে তুলতে পারলে এ অঞ্চলের অর্থনীতির চাকা শক্তিশালী হবে। পায়রা বন্দরের কাছে বিমানবন্দর করতে চিঠি লেখা হয়েছে।
 
স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক বলেন, কুয়াকাটা এখন সিটির দিকে এগোচ্ছে। পৌরসভার শ্রী বৃদ্ধির জন্য অতি তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হবে।
 
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মো. মারুফ হাসান বলেন, বিচ কার্নিভাল হলো জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের হাতিয়ার। এজন্য সবাই হাতে হাত মিলিয়ে চলতে হবে।
 
এসময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার, মাহবুবুর রহমান, আ খ ম জাহাঙ্গীর, শওকত হাসানুর রহমান, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম গোলাম ফারুখ, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এমআইএইচ/এসএইচ

**
‘আমার হাতেই প্রবৃদ্ধি ৮ শতাংশে পৌঁছাবে’
**সাগরকন্যা কুয়াকাটার পথে স্বস্তি, তবে...
**কুয়াকাটায় ‘মেগা বিচ কার্নিভাল’র উদ্বোধন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।