ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জের ঋষি পল্লীতে পৌষ সংক্রান্তি উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
হবিগঞ্জের ঋষি পল্লীতে পৌষ সংক্রান্তি উদযাপন হবিগঞ্জের ঋষি পল্লীতে পৌষ সংক্রান্তি উদযাপন-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: এই বাংলায় ১২ মাসে ১৩ পার্বন। বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের উৎসবে মুখরিত থাকে গ্রাম বাংলা। এমনই হরেক উৎসবের একটি পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা নানা রকম পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করেন।

সংক্রান্তির কয়েকদিন আগে থেকেই প্রতিটি পরিবারের নারীরা ব্যস্ত হয়ে পড়েন হরেক রকমের পিঠা তৈরিতে।

ধনী-গরিব সবাই সাধ্যমতো চেষ্টা করেন পৌষ সংক্রান্তি উদযাপনের।

আর্থিক অনটনের মধ্যে থেকেও হবিগঞ্জ শহরের ঋষি পল্লীর বাসিন্দাদের মধ্যে পৌষ সংক্রান্তির আয়োজন থেমে নেই। চর্মকার, ক্ষৌরকার ও ঢোলবাদকসহ ঋষি পল্লীর প্রায় প্রতিটি পরিবারেই উদযাপিত হচ্ছে পৌষ সংক্রান্তি।

ছোট এই পল্লীতে প্রায় দুইশ’ পরিবারের বসবাস। এখানে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল, উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ তেমন কোনো নাগরিক সুবিধাই নেই।

হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার ঋষি পল্লীতে গিয়ে দেখা যায়, নারীরা নানা রকমের পিঠা-পুলি তৈরিতে ব্যস্ত। তাদের কাজে সহযোগিতা করছে শিশু-কিশোরীরা।

পল্লীর বাসিন্দা স্বদেশ ঋষি বাংলানিউজকে বলেন, আমরা অভাবের মধ্যে থাকলেও সবগুলো উৎসব সাধ্যমতো পালনের চেষ্টা করি। এখন পৌষ সংক্রান্তির খাবার তৈরি করছি আমরা। সাধ্যমতো সংক্রান্তির দিন সবাই আত্মীয়-স্বজনকে আপ্যায়ন করে থাকি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।