ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জিরানী-শিমুলিয়া সড়ক চেয়ারম্যানের নামে করার জন্য গণস্বাক্ষর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
জিরানী-শিমুলিয়া সড়ক চেয়ারম্যানের নামে করার জন্য গণস্বাক্ষর জিরানী-শিমুলিয়া সড়ক

আশুলিয়া (সাভার): আশুলিয়ায় সংস্কার ও পুনরায় নির্মাণাধীন জিরানী-শিমুলিয়া সড়কটি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ডা. রইছ উদ্দিন খানের নামে নামকরণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

ডিসেম্বর মাসের শুরুতে মরহুম ডা. রইছ উদ্দিন খান স্মৃতি সংসদ এ কার্যক্রম হাতে নিয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত স্থানীয় পাঁচ শতাধিক নারী পুরুষ এতে গণস্বাক্ষর করেছেন।

বর্তমানে গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডা. রইছ উদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জানান, দীর্ঘ ৩৬ বছর শিমুলিয়া ইউনিয়নবাসীর জন্য কাজ করে গেছেন মরহুম ডা. রইছ উদ্দিন খান। নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। কিন্তু নতুন প্রজন্মের অনেকেই তাকে চেনেন না। অথচ সাবেক এই ইউপি চেয়ারম্যানের কারণে শিমুলিয়া ইউনিয়ন উন্নত হয়েছে।

ইউনিয়নবাসীর জন্য কষ্ট করা এই মানুষটির স্মৃতি ধরে রাখা এবং তাকে মনে রাখেতে এই সড়কটি তার নামে নামকরণ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রাস্তা নামকরণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের করা এক আবেদনপত্রে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান লিখিত সুপারিশ রয়েছে।

গত বছর সাভার উপজেলা পরিষদের এক মাসিক সভায় মরহুম ডা. রইছ উদ্দিন খানের কর্মের স্বীকৃতি স্বরূপ ওই রাস্তা নামকরণের প্রস্তাব করেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান। সভায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ার মর্মে জানালে গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনের উদ্যোগ নেওয়া হয়। যাতে দলমত নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণ রয়েছে বলে জানা গেছে।

১৯২৩ সালে প্রতিষ্ঠিত শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ডা. রইছ উদ্দিন খান ৩৬ বছর এ ইউনিয়নের উন্নয়নসহ শিক্ষার হার বৃদ্ধির জন্য কাজ করে গেছেন। জিরানী-শিমুলিয়া সড়কটি তার নামে নামকরণের জন্য এলাকাবাসী প্রশাসনের কাছে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।