ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গী সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে মুসল্লিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
টঙ্গী সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে মুসল্লিরা টঙ্গী সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে মুসল্লিরা/ছবি: জি এম মুজিবুর

টঙ্গী ইজতেমা থেকে: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মুসল্লিরা।

রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতকে কেন্দ্র করে সকাল ৮টা থেকেই বেশকিছু সড়কে যান চলাচল বন্ধ ছিলো। মোনাজাত শেষে পুনরায় স্বাভাবিক করে দেওয়া হয় যান চলাচল।

এতেই সৃষ্টি হয় তীব্র যানজটের।

রাজধানীর কাকলী-বনানী, মহাখালীসহ ভিবিন্ন সড়কে যানজট দেখা গেছে। এছাড়া টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী, সাইনবোর্ডসহ বিভিন্ন মহাসড়কের মুখে তীব্র যানজট দেখা যায়।

এছাড়া সব ধরনের যানবাহনে যাত্রীর চাপ থাকায় দ্বিগুণ ভাড়া দিয়েও গন্তব্যে পৌঁছাতে পারছেন না অভিযোগ ধর্মপ্রাণ মুসল্লিদের।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এএম/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।