ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সকাল থেকেই রায়ের প্রতীক্ষা না’গঞ্জবাসীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
সকাল থেকেই রায়ের প্রতীক্ষা না’গঞ্জবাসীর রায়ের প্রতীক্ষায় আদালতের বাইরে থাকা নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জ: সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯ টার পর থেকেই নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে জমতে শুরু করে সাধারণ মানুষ। সকাল থেকেই তারা জড়ো হতে চাইলেও তাদেরকে আদালতের কাছে ভিড়তে দেয়নি পুলিশ।

সাড়ে নয়টায় যখন সকল আসামিদের আদালতে নিয়ে আসা হয় তখন আদালত চত্বরের মূল ফটকের বাইরে নারায়ণগঞ্জবাসীর অপেক্ষার প্রহর যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিলো।

সকলের প্রত্যাশা ছিল একটাই, সাত খুনের মামলার রায়ে যেন সকল আসামির দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হয়।

রায় ঘোষণার পর যখন মূল ফটকের বাইরে রায়ের ঘোষণা আসে তখন মানুষের চোখে মুখে ফুটে উঠে স্বস্তির নিঃশ্বাস। কারণ তাদের প্রত্যাশার অনেকটাই পূরণ হয়েছে বিচারক এনায়েত হোসেনের রায়ে।

দু’টি মামলার ২৬ আসামির ফাঁসিসহ অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। বের হয় আইনজীবীদের মিছিল।

মিছিল করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিচার ও আইন সবার জন্য সমান। অপরাধ করে কেউ ছাড় পাবে এটি যদি কেউ মনে করে তবে সেটি তার ভুল। আমরা রায়ের দ্রুত বাস্তবায়ন চাই।

এদিকে রায়ের পর আসামিপক্ষের আইনজীবী খোকন সাহা বলেন, আমরা তো আইনজীবী। যে কারো পক্ষে ডিফেন্স করার জন্য আমরা আদালতে দাঁড়াতে পারি। আসামিরা উচ্চ আদালতে যাবেন বলে আমাকে দু’জন আসামি জানিয়েছেন।

তবে এ রায়ের মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ন্যায়বিচার প্রাপ্তির অপেক্ষার অবসান হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।