ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে ১১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী হাসু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
নাটোরে ১১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী হাসু আটক

রাজশাহী: ৠাবের নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হাসেন ওরফে হাসুকে (২৮) আটক করেছে। 

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নাটোর কান্দিভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হাসু কান্দিভিটা এলাকার আলমের ছেলে।

বিকেলে ৠাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৠাব জানতে পারে যে, নাটোর জেলার সদর থানার কান্দিভিটা এলাকায় সন্ত্রাসী হাসু ও তার সহযোগী জনি এবং জীবন অবস্থান করছে।  

এ সময় ৠাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন দল কান্দিভিটা এলাকায় অভিযান চালিয়ে হাসুকে আটক করে।  

আটককৃত হাসুর বিরুদ্ধে থানায় ২টি ওয়ারেন্ট, চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, মারধর ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলেও জানায় ৠাব।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।