ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জানুয়ারির শেষে তীব্র শৈত্যপ্রবাহ!

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জানুয়ারির শেষে তীব্র শৈত্যপ্রবাহ! ছবি: তীব্র শৈত্যপ্রবাহ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাঘের শুরু থেকে দেশব্যাপী প্রবাহিত হচ্ছে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ। তবে গত কয়েকদিনের তুলনায় সোমবার (১৬ জানুয়ারি) তাপমাত্রা একটু বেড়েছে। তাপমাত্রার এ বৃদ্ধি খানিকটা অব্যাহতই থাকবে, তবে জান‍ুয়ারির শেষের দিকে আবারও কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাংলানিউজকে বলেন, সারাদেশে সোমবার সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার (১৫ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস।

আমরা সাধারণত ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ ও ৮ থেকে ১০ ডিগ্রিকে মৃদু প্রবাহ বলে থাকি। এর নিচে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ।

তিনি জানান, জানুয়ারি মাস শীতলতম মাস। চট্টগ্রাম ও ঢাকার কিছু অঞ্চল বাদে সারাদেশে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এখন চলমান। কিন্তু সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। যার রেশ দেখা দেবে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বা বুধবারে (১৮ জানুয়ারি)। আর জানুয়ারির শেষ দিকে তীব্র শৈত্যপ্রবাহ দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই দেখা দেবে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক, ছবি: বাংলানিউজ
টাঙ্গাইল, শ্রীমঙ্গল, যশোর, পাবনা, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে গত ১৩ জানুয়ারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। জেলাগুলোতে তাপমাত্রা ছিল ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গত কয়েকদিনের তুলনায় জেলাগুলোতে সোমবার তাপমাত্রা বেড়েছে।
 
‌এছাড়া বরিশাল বিভাগ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, খুলনা, সাতক্ষীরা ও যশোরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
 
এছাড়া রাজশাহীতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। সেখানে তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি। সিলেটের শ্রীমঙ্গলের তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
 
তবে সমুদ্রের আর্দ্র বাতাসের কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া এবং টেকনাফে তাপমাত্রা বেশি। এসব অঞ্চলের গড় তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রির মধ্যে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
 
রাজধানী ঢাকায় সর্বোচ্চ ২৫ দশমিক ৬ এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশব্যাপী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে ঘন কুয়াশাও লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমসি/আরআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।