ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অহেদপুর সীমান্তের বিপরীতে ভারত ভূখণ্ড থেকে এসলাম (৩০) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ-৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান বাংলানিউজকে জানান, সকালে অহেদপুর সীমান্তের ১৩/২-এস সীমান্ত পিলারের ওপারে ভারতের অভ্যন্তরে এসলামের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চাঁদনীচক সীমান্ত ফাঁড়ির সদস্যরা তার মরদেহ উদ্ধার করে সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় বিকেল ৩টায় বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

তিনি আরো জানান, বৈঠকে বিএসএফ জানায়, রোববার (১৫ জানুয়ারি) রাতে ওই সীমান্তে তারা কোনো অভিযান চালায়নি। তাই বিএসএফের গুলিতে বা নির্যাতনে কেউ মারাও যায়নি।

ময়নাতদন্ত শেষে যতদ্রুত সম্ভব নিহত এসলামের মরদেহ ফেরত দেবে তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।