ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মো. কাইউম (৩৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে পৌনে ৮টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দরের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। মো. কাইউম উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাছির হাওলাদার বাংলানিউজকে জানান, রাতে কাইউম মঠবাড়িয়া থেকে বড়মাছুয়া যাচ্ছিলেন। তিনি দক্ষিণ বন্দর এলাকায় পৌঁছালে ওই ইউনিয়নের যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম ও তার সহযোগী জুয়েল শেখসহ কয়েকজনকে কাইউমকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বড়মাছুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল শেখ অভিযোগ অস্বীকার বলেন, আমার সঙ্গে বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ইউপি নির্বাচন নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তিনি আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।    

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।