ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়পুকুরিয়া কয়লা খনির পানিতে জমির চাষাবাদ অনিশ্চিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বড়পুকুরিয়া কয়লা খনির পানিতে জমির চাষাবাদ অনিশ্চিত বড়পুকুরিয়া কয়লা খনির পানিতে জমির চাষাবাদ অনিশ্চিত

দিনাজপুর: দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির পানিতে তলিয়ে গেছে নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিল। এতে চলতি মৌসুমে সাড়ে ৩শ’ একর জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

এরই মধ্যে কৃষকরা ধান চাষের জন্য বীজতলা তৈরি করলেও পানির কারণে চারা রোপণ করতে পারছেন না।

জানা যায়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আশুড়ার বিল বড়পুকুরিয়া কয়লা খনির পানিতে তলিয়ে গেছে।

পরে বিষয়টি স্থানীয় কৃষকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে জানান।

ফতেপুর মাড়াষ গ্রামের কৃষক মো. উমর আলী বাংলানিউজকে বলেন,  আশুড়ার বিলে কয়লা খনির পানি ঢোকায় ধানের চারা রোপণ করা সম্ভব হচ্ছে না। এজন্য স্থানীয় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এজন্য তিনি খনি কর্তৃপক্ষের প্রতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আহ্বান জানান। তা না হলে ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলার স্থানীয় তিন নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাশেদুল কবির রাজু বাংলানিউজকে জানান, আশুড়ার বিলে পানি ঢুকে পড়ায় এলাকার প্রায় এক হাজার কৃষক বিপাকে পড়েছেন। তাই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়টি মাসিক বৈঠকে উত্থাপন করে হবে।

এ সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।