গত ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও কোস্টগার্ড নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের নেতৃত্ব দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব তৌফিদুল ইসলাম ও পরিচালক (প্রশিক্ষণ) ড. একেএম আমিনুল হক।
জব্দ করা জালের মধ্যে পাঁচ লাখ নয় হাজার ৫০০ মিটার কারেন্ট জাল, ১২৮টি বেহুন্দি জাল, ১৮৪টি পাই জাল, ১৩টি মশারি জাল, ১৬৪টি চরঘেরা জাল রয়েছে। এছাড়া, তিনটি নৌকা, এক হাজার ৮০টি খুঁটি, চারটি চাই, আটটি ড্রাম ও ১১২টি ড্রামসহ অনান্য সরঞ্জাম রয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজউল করিম বাংলানিউজকে জানান, জেলার সাত উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে জাটকা রক্ষা ও অবৈধ জাল নির্মূলে মন্ত্রণালয়ের নির্দেশে ৪৮টি মোবাইল কোর্ট ও ৯৩টি অপারেশন পরিচালিত হয়। এতে জাটকা রক্ষা ও অবৈধ জাল নির্মূলের মধ্য দিয়ে জেলায় মৎস্য সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এনটি/আইএ