ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বহিষ্কারাদেশ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বহিষ্কারাদেশ স্থগিত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এর প্রেক্ষিতে পুনরায় দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে আবুল কালাম আজাদ উপজেলা পরিষদ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।
 
এর আগে, বুধবার (৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আবুল কালাম আজাদের সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।


 
একই সঙ্গে বরখাস্তের আদেশকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

প্রসঙ্গত, একাধিক মামলার আসামি হওয়ায় গেল ১৮ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা শাখা-২ এর উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেনবাগ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।